দৌলতখানে পানিতে ডুবে দুই বোনের সলিল সমাধি

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৬:৫৯ পিএম
দৌলতখানে পানিতে ডুবে দুই বোনের সলিল সমাধি

ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক সলিল সমাধি ঘটেছে। ডুবে যাওয়া ১০ বছর বয়সী নুসরাত বেগমের বাবার নাম মৃত জামাল উদ্দিন। আর ৬ বছর বয়সী মুনতাহার বাবার নাম মোঃ নূর নবী। সম্পর্কে ওরা একই বাড়ির  চাচাতো বোন। দুজনেই  মিয়ারহাট সংলগ্ন রওজাতুল উলুম মডেল মাদ্রাসার ছাত্রী।  মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটা দিকে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সইজুদ্দিন হাওলাদার বাড়িতে। সরজমিন গিয়ে জানা যায়, মুনতাহার মা পিঠা তৈরির জন্য বাড়ির পাশের ঘরে যান। ঘরে মায়ের অনুপস্থিতিতে মুনতাহা নুসরাত কে নিয়ে ঘরের পেছনের পুকুরের ঘাটে গিয়ে পানি নিয়ে খেলার সময় পুকুরে পড়ে যায়।এ সময় নুসরাত মুনতাহাকে পুকুরের পানি থেকে উদ্ধারের চেষ্টা করার সময় অসাবধানতা বসত সেও পানিতে ডুবে মারা যায়। বাড়ির লোকজন প্রথমে মুনতাহার ভেসে ওঠা লাশ দেখে ডাক চিৎকার দিলে লোকজন পুকুর থেকে  নুসরাতের ডুবন্ত লাশ উদ্ধার করে  দৌলতখান হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাদের  দুজনকেই মৃত  ঘোষণা করলে উভয়ের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে