কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় বিএনপির উঠান বৈঠক

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম
কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় বিএনপির  উঠান বৈঠক
গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রাক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থাণীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌর জাসাস নেতা আব্দুর রহিম, শ্রমিক দলনেতা সাফায়েত হোসেন, মো. সোহেল মিয়া ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ এর যৌথ উদ্যোগে পৌরসভার-৫ নং ওয়ার্ড মধ্যবালীগাও রশিদ মিয়ার বাড়ীর উঠানে বৈঠকের আয়োজন করেন। কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দ এর সভাপতিত্বে ও কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর সিদ্দিক প্রমূখ। বক্তাগণ উঠান বৈঠকে আগত নারী-পুরুষ ভোটারদের উদ্দেশ্যে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলনকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন। উপস্থিত ভোটাররা হাত তুলে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌরসভার-৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিপুন সূত্রধর, বিএনপির নেতা আব্দুর রহমান, পৌর জাসাসের সদস্য মো. নয়ন মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মো. তারেকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে