পীরগাছার তাম্বুলপুরে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৮:২৩ পিএম
পীরগাছার তাম্বুলপুরে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

পীরগাছার তাম্বুলপুরে মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে স্থানীয় তাম্বুলপুর হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।  

মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক জাবের হোসেন এর সঞ্চালনায় এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রশিদ কামাল, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ, ইউনিয়ন জামায়াতে আমীর সাইফুল ইসলাম, তাম্বুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপজেলা যুবদলের সদস্য মাইদুল ইসলামসহ অনেকে। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ফুটবল একাদশ বনাম তুষবান্ডার লালমনিরহাট ফুটবল একাদশ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে