কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে মোবাইল কোটের অভিযানে ধরলা, গুয়াবাড়ী ও বারোমাসিয়া নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারী ও কারেন্ট জাল মিলে মাছ নিধনের অবৈধ ৫৭ টি জাল পুড়িয়ে দিয়েছে মোবাইল কোট।
এই মোবািইল কোট পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা।
পুড়ে ফেলা এসব জালের মূল্য দুই লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এই চায়না দুয়ারী ও কারেন্ট জাল গুলো অবৈধ ঘোষণা করা হলেও ধরলা, গুয়াবাড়ী ও বারোমাসিয়া নদীসহ বিভিন্ন নদ-নদীতে ফেলে ছোট ছোট মাছসহ দেশি মাছ ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী নিধন করে আসছিল অসাধু মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবিরা।