ভোলার দৌলতখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল ১১ টার উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে আসেন। পরে দলীয় অফিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহসিন রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উল্লাহ চৌধুরী ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোসলে উদ্দিন ও সদস্য সচিব জামাল উদ্দিন জামাল সহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।