টালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রে। অভিনয়ের পাশাপাশি তার বোল্ড ও স্টাইলিশ উপস্থিতি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে তোলা একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। কখনও সানগ্লাস পরে, কখনও খোলা চুলে, আবার কখনও পুলের জলে খেলে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অনুষা। পোস্টটি শেয়ার হতেই নেটদুনিয়ায় ঝড় তোলে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোর ক্যাপশনে অনুষা লেখেন— “তোমরা কী এটার জন্য প্রস্তুত?”। সঙ্গে যোগ করেন কালো হার্ট, ডলফিন, লাল হার্ট এবং সূর্যের ইমোজি। এই ফটোশুটের ছবি তুলেছেন অভিনেত্রীর চর্চিত প্রেমিক, অভিনেতা ও পরিচালক আদিত্য সেনগুপ্ত। ক্যাপশনের শেষে অনুষা ব্যবহার করেছেন হ্যাশট্যাগ গ্রীষ্মের ভালোবাসা।
শোবিজ অঙ্গনে অনুষা ও আদিত্যর সম্পর্ক ইতিমধ্যেই বেশ আলোচনার বিষয়। টালিপাড়ায় জোর গুঞ্জন চলছে, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি এ তারকা জুটির পক্ষ থেকে।
অভিনয় ক্যারিয়ারে অনুষা আলোচনায় আসেন ওয়াটারবটল, ডু নট ডিস্টার্ব এবং দ্য নাইটওয়াচম্যান ছবির মাধ্যমে। এরপর ধনঞ্জয়, জেনারেশন আমি ও বরুণবাবুর বন্ধুসহ আরও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করে জায়গা করে নিয়েছেন তরুণ দর্শকের মনে। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স করছেন।
তারকা খ্যাতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশুট ও খোলামেলা স্টাইলের কারণে অনুষা তরুণ প্রজন্মের কাছে এক বিশেষ ফ্যাশন আইকন হিসেবেও পরিচিতি পেয়েছেন।