কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চিলমারী উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে সেচ্ছসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মোত্তালেবের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব অধ্যাপক মোঃ আবু হানিফা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক ও যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সেচ্ছসেবক দলের সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান বাবু।