মুন্সীগঞ্জের প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞ দল

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৬:০৫ পিএম
মুন্সীগঞ্জের প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞ দল

মুন্সীগঞ্জের ১৮ লক্ষাধিক মানুষের উন্নত স্বাস্থ্য সেবা প্রদানে মুন্সীগঞ্জ জেলা শহরে নুতন সরকারী   মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক(চিকিৎসা শিক্ষা) ডা.: রুবিনা ইয়াছমিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের  দল মেডিক্যাল কলেজের জন্য নির্ধারিত ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পুরাতন হাসপাতাল হিসেবে পরিচিত জেলা গ্রন্থাগার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শরীফ উল্যাহ,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এটিএম ওবায়দুল্লাহ,গণপূর্ত নির্বাহী প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস সঙ্গে ছিলেন। 

উল্লেখ্য চলতি বছর ৭ এপ্রিল জেলা প্রশাসক কার্য্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভায় স্বারাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয় উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজ করার আশ্বাস দেন। এ সময় অপরাপর ২ উপদেষ্টা গণপূর্ত ও গৃহায়ন এবং শিল্প মন্ত্রনালয় উপদেষ্টা আদিলুর রহমান খান,সাংস্কৃতিক মন্ত্রনালয় উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারূকী তার সঙ্গে ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে