কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৬:১৬ পিএম
কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি
গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক, গরু চুরি ও সন্ত্রাসী বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে মানববন্ধন শেষে সদর রোডে একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করে। পরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে মাদক, সন্ত্রাস ও গরু চুরি প্রতিরোধসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪, আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল ফাত্তাহ প্রমূখ। তাদের ৭ দফা দাবিগুলো হলো- যতো দ্রুত সম্ভব কাপাসিয়ার সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের গ্রেফতার করতে হবে, মাদক ব্যবসার আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, মাদক প্রবন এলাকায় পুলিশী টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, গরু চুরি বন্ধে রাতের বেলায় পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করতে হবে, বিগত তিন মাসের গরু চুরির ঘটনাগুলো বিশেষ তদারকির মাধ্যমে তদন্ত করে গরু চোর চিহ্নিত করতে হবে, মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সকল হত্যার ঘটনা ঘটেছে দ্রুত বিচার আইনে সে সকল ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, যে সকল প্রভাবশালী মহল এবং রাজনৈতিক শক্তি এ ধরনের অপকর্মে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ।
আপনার জেলার সংবাদ পড়তে