মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে হামলায় আহত ১৫

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৫ পিএম
মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে হামলায় আহত ১৫

বাগেরহাটের মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্ককে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন যুবক ও শিশু আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) উপজেলার দারিয়ালা মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন খেলোয়াড়রা।

আহতরা হলেন- সিকদার তানভীর (২২), আরমান সিকদার (২২), সুমন সিকদার (২৫), সিকদার বাকি বিল্লাহ (২৪), সিকদার সৌরভ (২১), সিকদার মান্না (২২), রাকিব সিকদার (২৩), ইব্রাহিম (১৪), ইয়াছিন (২১), রাহুল (১৫), নাঈম মোল্লা (২০), শিমুল (২২), বায়জিদ শেখ (২৩), দুর্জয় সিকদার (১৪) ও রাজু সিকদার (১৩)। তাদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শেষে বাড়ি ফেরার সময় দারিয়ালা গ্রামের বাড়ির কাছে প্রতিপক্ষ দলীয় সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা হলেন- সরু সিকদার (৬০), শামীম সিকদার (৩০), কামরুল সিকদার (২৭), মনির সিকদার (২৫), মজনু সিকদার (৪৫), মামুন সিকদার (৩২), জিহাদ সিকদার (২২), রাব্বি সিকদার (২২), শহিদুল সিকদার (৪৭)সহ ৪০-৫০ জন।

এ ঘটনায় আহতদের স্বজনরা মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে