রংপুরের পীরগাছায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পীরগাছা কেন্দ্রীয় নয়া কারবালা ঈদগা মাঠে বৃক্ষ রোপন ও পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আর এস নৈতিক। এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম আশরাফুল ইসলাম বাবু, সদস্য সচিব আল আমিন বুলেটসহ ৯টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেয়ালে দেয়ালে প্রতিষ্ঠা বার্ষিকীর পোষ্টার সাটানো হয়।