পীরগাছায় দুই শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:০৩ পিএম
পীরগাছায় দুই শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

রংপুরের পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া ও লিপিকা দত্ত এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। 

সংগঠনটির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিদায়ী দুই শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ সামছুদ্দোহা চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পূর্বের বিদায়ী শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর আলম, সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক রুহিদাস চন্দ্র বর্মন, গোবরাপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ সরকার, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল ওহাব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষা কর্মকর্তাকে ক্রেষ্ট এবং জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে ৫ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে