পীরগাছায় ভেসে উঠল ঘাঘট নদীতে ডুবে যাওয়ার শিশুর মরদেহ

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:০৩ পিএম
পীরগাছায় ভেসে উঠল ঘাঘট নদীতে ডুবে যাওয়ার শিশুর মরদেহ

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘন্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে বড় ভাইয়ের কাঁধে চড়ে ঘাঘট নদী পাড় হওয়ার সময় ডুবে যায় নাজিম। নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়া দ্বিতীয় ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেনিতে পড়তো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সাথে ঘাঘট নদীর পাড়ে একটি কলা বাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পাড় হওয়ার সময় ছোট ভাই নাজিমকে কাঁধে করে নদী পাড় করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোট ভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও তাদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে আজ বুধবার ভোরে তার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে