‘আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি’

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ পিএম
‘আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি’

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকালে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করে বললেন, আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। এ খরচ কমাতে হবে। রেলের আয় দিয়েই রেলকে চলতে হবে। আমাদের ব্যয়সাশ্রয়ী হতে হবে।

ফাওজুল কবির খান আরও যোগ করে বলেন, রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয়। তাই যেখানে যাত্রী বেশি হবে, সেখানে রেল থামবে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। পরে পদ্মা সেতু হয়ে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। অর্থাৎ, খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লেগেছে ৪ ঘণ্টা ১৫ মিনিট।


আপনার জেলার সংবাদ পড়তে