সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রব্যের অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক। জেলার বাজার নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্স কমিটি সোমবার রাতে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বাজারে ঘুরে বিভিন্ন দ্রব্যের দাম যাচাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ, মুনাফার হার তদারকী করেন। বাজারের ফল, সবজি, মাংস, মুদি দোকানের দোকানীসহ অন্যান্য ব্যবসায়ী এবং পাইকারী ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যের মূল্য বাড়াতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময়ে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম হোসেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।