নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) বিকেলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।