কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পূর্ণবহালের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২১ আগস্ট, ২০২৫, ০২:৪৯ পিএম | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০১:৫১ পিএম
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পূর্ণবহালের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট)সকাল ১১ঘটিকায় গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।  এ সময় আন্দোলনকারীরা বলেন,সরকার জনগনের আবেগ আকাঙ্খা অনুধাবন না করে।

এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা)আসন বহাল রাখার দাবি জানান তাঁরা। 

এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, মেঘনা হোমনার মানুষ এক সাথে থাকতে চায়,তাদের আর কোন দাবি নাই, সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।

খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলন কারী জানান,আমাদের দাবি মানা না হলে মেঘনা হোমনার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী বন্ধ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী,আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ,শহীদুল্লাহ সরকার,আব্দুল মতিন,নুরুল ইসলাম জহির, মোঃ মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল,সানাউল্লাহ সরকার,নজরুল ইসলামসহ 

হোমনা মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।  

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার জেলার সংবাদ পড়তে