রাজিবপুরে উপজেলা কমান্ডের আহবায়ক কমিটি গঠিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৩:১৭ পিএম
রাজিবপুরে উপজেলা কমান্ডের আহবায়ক কমিটি গঠিত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ৭সদস্য  বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করেছে জেলা ইউনিট কমান্ড।

সাম্প্রতিক কুড়িগ্রাম জেলা ইউনিট কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ও সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়ারেজ এর যৌথ স্বাক্ষরে কমিটি গঠন করা হয়েছে।

এতে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান সরকার( গেজেট নং ৩১৯৩) কে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম(গেজেট নং ৩২২০) কে সদস্য সচীব এবং বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান (গেজেট নং ৩২১১) কে।যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির বাকী সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (গেজেট নং ৩৮০৯) বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (গেজেট নং ৩৮৯১) আজিজুর রহমান (গেজেট নং ৩৯০৮০ ভারতীয়)এসএম আব্দুর রাজ্জাক( গেজেট নং ৩২১৯)।

 উল্লেখ্য দীর্ঘ ২  বছর যাবত উপজেলা কমিটি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কমান্ডের দায়িত্ব পালন করে আসছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে