ময়মনসিংহের ভালুকায় মোবাইফোনে ছবি দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজহার (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সন্ধা রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহের ছেলে আজহার তার পরিবারের সাথে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় নামক স্থানে সামাদ হাজীর বাসায় ভাড়ায় থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করে আসছিল। ওই বাড়িতে একই উপজেলার চন্দ্রথলীখিলা গ্রামের বাসিন্দা ধর্ষিতা শিশুর পরিবার ভাড়ায় থেকে বাবা অটোরকিশা চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছে। গত বুধবার সন্ধা রাতে আজহার খালি বাসায় শিশুটিকে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বখাটে আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, স্থানীয়রা ধর্ষক আজাহারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আলমত হিসাবে ধর্ষিতার রক্তমাখা হাফপ্যান্ট জদ্ধ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছে।