পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কাউখালী সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অত্র বিদ্যালয়ের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এডোলেস্ট কেয়ার শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কিশোরীদের শারীরিক পরিবর্তন সহ বিভিন্ন সমস্যার কথা তাদের পিতা মাতাকে লজ্জায় না বলতে পারলেও স্কুলের নারী শিক্ষকের কাছে বলতে পারে। এ কারণেই নারী শিক্ষকদের সাথে ছাত্রীদের বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে।