রংপুরে মানিক হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৬:৩৭ পিএম
রংপুরে মানিক হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় অটো চালক মানিক হত্যা মামলায় এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। গ্রেফতার মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। তিনি মৃত নয়া মিয়ার ছেলে। তার বিরুদ্ধে তাজহাট থানায় হত্যা মামলা রয়েছে। 

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার মিঠুন চৌধুরী ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তিনি মানিক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী। গ্রেফতার মিঠুন চৌধুরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে