পীরগঞ্জে সহস্রাধিক রিয়েক্টিফাইড স্পিরিট বোতলসহ আটক ২

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৭:০৫ পিএম
পীরগঞ্জে সহস্রাধিক রিয়েক্টিফাইড স্পিরিট বোতলসহ আটক ২

রংপুরের পীরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইড স্পিরিটের ১ হাজার ৭৯ বোতলসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক  ব্রিগ্রেড এর ৩৪ ইষ্ট বেঙ্গল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের যৌথবাহিনীর একটি দল টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১টি মিশুক গাড়ীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই মিশুকটির গতিরোধ করে তল্লাশী চালায়। এ সময় ৫টি কার্টুনে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইড এর ১ হাজার ৭৯ বোতল উদ্ধারসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) ও একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো: রাকিব হোসেন (২২)। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। 

আপনার জেলার সংবাদ পড়তে