সৈয়দপুরে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:০৫ এএম
সৈয়দপুরে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সম্প্রতি বিতর্কিত ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাবলীগ জামায়াতের সাদপন্থী গ্রুপসহ ইসলাম বিদ্বেষী কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধের দাবীতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ওলামায়ে কেরাম,তাবলীগের সাথী ও তওহিদী জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। ২৩ ডিসেম্বর রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে সমাপ্ত হয়। এর মাঝে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন,সৈয়দপুর শহরের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম কাসেমী ও দারুল উলুম ইসলামীয়া মাদরাসার মুহাদ্দিস মাসুদ আলম,ইমাম ও খতিব মুফতি এনামুল হাসান এবং দোয়া পরিচালনা করেন, রংপুর বিভাগের বৃহত্তর কওমী শিক্ষা প্রতিষ্ঠান শাইলবাড়ী মাদরাসার মহাপরিচালক মুফতি আবুল হাসান। বক্তারা বলেন, নিষিদ্ধ বিতর্কিত এতায়াতী গ্রুপ সাদপন্থীরা ইজতেমা ময়দানে উগ্রবাদী কর্মকান্ড চালিয়েছে। অতর্কিত হামলা করে তারা দ্বীনদার মুসলমান তাবলীগের সাথী ভাইদের হত্যা করেছে। একই সাথে দেশজুড়ে সকল মার্কাজে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে উগ্রতা প্রদর্শন করে চলেছে। ইতোমধ্যে এই সন্ত্রাসীদের যৌথ হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন। কর্মসূচিতে সৈয়দপুর উপজেলা সহ আশপাশের বিভিন্ন কওমী মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সাধারণ তাবলীগী মুসল্লীরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে