দিনাজপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৮:৪৮ পিএম
দিনাজপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপি’র আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও ১ সেপ্টেম্বর ২০২৫ বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। 

সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, দপ্তর সম্পাদক মো. আকতারুজ্জামান আকতার। সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আমির হোসেন, ২নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাল মোহাম্মদ, ৩নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে