আমার দেশ ফেরায় পাঠকের মুখে হাসি

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:২৮ এএম
আমার দেশ ফেরায় পাঠকের মুখে হাসি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্দুরকানীর পাঠকের হাতে আবারও ফিরে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা। প্রিয় এই পত্রিকাটি পুনরায় হাতে পেয়ে সর্বস্তরের পাঠকের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস। সকালে পত্রিকা বাজারে আসার পর পরই তা সংগ্রহ করতে ব্যস্ত পাঠকরা। চায়ের দোকান, বাজার এবং অফিসপাড়ায় আমার দেশ পত্রিকা নিয়ে আলোচনা ছিল মুখর। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমার দেশ পত্রিকা সবসময় জনগণের পক্ষের কথা বলেছে। এটি সত্য প্রকাশে আপসহীন ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলী পত্রিকা পেয়ে বলেন, দীর্ঘ সময় পর এই পত্রিকা হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত আশা করি অতীতের মতো সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। পত্রিকা বিক্রেতা জানান, আমার দেশ পত্রিকার চাহিদা পূর্বের চেয়ে আরও অনেক বেড়ছে। চায়ের দোকান ও বাজারের পাঠকেরা জানান, আমার দেশ পত্রিকা ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ। এটি ফিরে আসায় সত্যিকার তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে। তারা আশা করছেন, পত্রিকাটি আগের মতোই সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে