মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির অনুমোদন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৯:১২ পিএম
মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির অনুমোদন

জামালপুরের মেলান্দহ মুক্তিযোদ্বা সংসদের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি। ১৯ আগস্ট কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অনুমোদন ক্রমে জেলা এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহা: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হককে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং এবিএম খালেককে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মজনু মিলিটারি, বাবর আলী, আলতাফুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে