কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগে প্রকাশ্যে লটারির আয়োজন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৯:১৬ পিএম
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগে প্রকাশ্যে লটারির আয়োজন

কিশোরগঞ্জ সদর উপজেলায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগে প্রকাশ্যে লটারির আয়োজন করেছে  উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ লটারির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ । উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমীর অধ্যাপক মো: রমজান আলী, জামায়াত নেতা অধ্যাপক আজিজুল হক, কিশোরগঞ্জ শহর শাখার আমির, আ ম ম আব্দুল হক, জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা এ, কে,এম সানাউল্লাহ, গণ অধিকার পরিষদ নেতা অভি চৌধুরী, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য  সাংবাদিক আমিনুল হক সাদী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, লটারীর সার্বিক পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তাজুল ইসলাম।

 সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তাজুল ইসলাম জানান,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগে প্রকাশ্যে লটারির আয়োজন করেছে  উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এতে ১২৩ টি আবেদন জমা পড়ে। উপ কমিটি আবেদনগুলো যাচাই বাচাই করে কিছু ক্রটি থাকায় অযোগ্য ঘোষণা করে এবং সদরের ১১ টি ইউনিয়নে ২২ জন ডিলারকে যোগ্য বলে নির্বাচিত করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের ককর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে