গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ব্যাপী গরু চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে তাগাদা দেয়া হয়। এলাকাবাসীর অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা, কাপাসিয়া সদরে অব্যাহত যানজট নিরসনে পূর্বের ন্যায় বিকল্প সড়ক ব্যবহার, উঠতি বয়সী কিশোরদের বিকট শব্দে বেপরোয়া মোটরসাইকেল চালনা, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, জুয়েলারি ব্যবসায়ীদের পরিবেশ রক্ষার্থে আইন মেনে স্বর্ণ গলানো ও ইউনিয়ন পরিষদে গ্রাহকদের নানা ভোগান্তির দূর করতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি মনোযোগী হতে বলা হয়েছে। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ্, থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির, সিংহশ্রী ইউনিয়ন পরিষদ সদস্য রাবেয়া আক্তার প্রমুখ।