মেহেরপুরের কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ইকবাল হোসেন ৩৮ নামের এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে ১শ' গজ ভারতের অভ্যন্তরে কুতুবপুর মাঠ নামক স্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, ইকবাল হোসেন অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে ১শ' গজ ভারতের অভ্যন্তরে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের নিকট কুতুবপুর মাঠ নামক স্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ইকবাল হোসেন বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে।
তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানী কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, আটককৃত বাংলাদেশী নাগরিককে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে মর্মে বিএসএফ এর পক্ষ হতে জানানো হয়েছে। বর্তমানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর মাধ্যমে তাকে ফেরত আনার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
তবে তিনি নিজ ভূখণ্ড ছেড়ে ভারতের অভ্যন্তরে না যেতে সীমান্তবাসীকে আহবান জানিয়েছেন।