দিঘলিয়ায় কয়েকদিনের ঘন বৃষ্টিতে লোকালয়ে জলাবদ্ধতা সৃষ্টি

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ১২:২২ পিএম
দিঘলিয়ায় কয়েকদিনের ঘন বৃষ্টিতে লোকালয়ে জলাবদ্ধতা সৃষ্টি

দিঘলিয়া উপজেলায় সেনহাটি ইউনিয়নের সেনহাটি পশ্বিম বিদ্যাবাগীশ পাড়া (সুগন্ধীতে নির্মাণাধীন টিএসসির পূর্ব এলাকা) কয়েকদিনের ঘন বৃষ্টিতে লোকালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাছ ভর্তি কয়কটা পুকুর ডুবে মাছ ভেসে গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি পশ্চিম বিদ্যাবাগীশ পাড়ায় সম্প্রতি সময়ের কয়েকদিনের অব্যাহত ঘন বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতার কারণে এলাকায় ৬০/৬৫ টি বাড়ি পানি নিমজ্জিত হয়েছে। বেশ কয়েকটি পুকুর ডুবে মাছ পানিতে ভেসে গেছে। বাড়ির লোকজনের প্রতিনিয়ত পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকের কাঁচা মাটির ঘরে ঝুঁকির মধ্যে রাত কাটাচ্ছে। সাপ পোকার ভয়ে কাটছে নিদ্রাহীন রজনী। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। মোঃ তৌহিদ শেখ, ইসমাইল হোসেন, আমীর হোসেন, আঞ্জুয়ারা বেগম, নাসির মুন্সী, শরিফুল ইসলাম, বশির মুন্সী, ফেরদৌস রহমান, দেলোয়ার মোল্যাসহ পানিবন্দী লোকজন এ প্রতিবেদককে জানান, প্রায় এক মাস যাবৎ আমরা পানিবন্দী জীবন যাপন করলেও স্থানীয় প্রশাসনসহ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা দেখতে বা সহানুভূতি জানাতেও আসেনি।

এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, আমাদের এলাকার পানি পশ্চিমের পাকা রাস্তাটির কালভার্ট দিয়ে বের হয়ে হতো। কিন্তু নব নির্মিত টিএসসির সীমানা প্রাচীর নির্মাণ করায় কালভার্টি বন্ধ হয়ে গেছে। অপর দিকে উত্তর দিয়ে পানি নিচের জমিতে নেমে অপর কালভার্টটি  দিয়ে বের হয়ে খাল অভিমুখে চলে যেত। জনৈক কৃষক উক্ত জমিতে কচুসহ সব্জি চাষ করার কারণে পানির প্রবাহ মুখ বন্ধ করে দিয়েছে।  এমন কি কালভার্টের মুখও বন্ধ করে দিয়েছে। এ দুমুখী কৃত্রিম সৃষ্টির কারণে এ জনপদের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

দ্রুত পানি নিষ্কাশন না করলে লোকজন চুলকানিসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। তাই ভুক্তভোগী মহল এ ব্যাপারে আসু ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে