কুড়িগ্রামর রাজারহাটে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমুলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট থেকে ২১আগষ্ট’২৫ পর্যন্ত ৪দিন ব্যাপী কুড়িগ্রামের রাজারহাট ফেডারেশনের হল রুমে এ প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এন আর কে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর্থিক ও কারিগরী সহযোগিতায় আরডিআর এস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বাস্তবায়নে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৩০জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহন করেন। ৪দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা কৃষি, মৎস ও ব্যবসার উপর বাস্তবিক জ্ঞান অর্জন করেন।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা মো. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী, পল্লী উন্নয়ন অফিসার উজ্জ্বল কুমার রায়, আরডিআর এস বাংলাদেশ চাইল্ড নট ব্রাইড প্রকল্প সমন্বয়কারী অলিক রাংসা ও প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম ও রেজাউল ইসলাম।