নাটোরের সিংড়ায় সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় চলনবিলের সিংড়া উপজেলা কৃষি হলরুমে এই কর্মশালার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমেরারি প্রফেসর ড. ফরিদ আহসান, সিংড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমূখ।
চলনবিলসহ দেশে প্রতিবছর সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় বিষয়টি নিশ্চিত করে কর্মশালায় মূখ্য আলোচক বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে সাপের আবাস বিনষ্ট ও খাদ্য অনিশ্চিত হওয়ার পেক্ষাপটে সাপ মানুষের আবাসস্থলে চলে আসছে। ফলে সাপের কামড়ে ঘটনা ঘটছে। সাপে কামড় দিলে রোগীকে সাহস জোগাতে হবে, রোগীকে স্থির রাখতে হবে এবং দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
মূখ্য আলোচক আরো বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সাপের অনন্য ভুমিকা রয়েছে। একটি দাঁড়াশ সাপ প্রতি বছর তিন একর জমির ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করে। কার্বলিক এসিড ঘরে থাকলে সাপ আসে না এই প্রচলিত ধারণা ভুল। মানুষের আবাস ও আঙিনা পরিস্কার, পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমেই সাপের দংশন প্রতিরোধ করা সম্ভব।