গুয়াগাছিয়ায় আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৬:৫৬ পিএম
গুয়াগাছিয়ায় আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন নৌডাকাতী ও সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে পরিচিত গুয়াগাছিয়া ইউনিয়নে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারটার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের পর ক্যাম্পের কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা উপস্থিত ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশে আপাতত চার তলা বিশিষ্ট একটি ভাড়া ভবনে জামালপুর এলাকায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, তিনি নিজেই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন পর্যায়ের ২৫ জন পুলিশ সদস্য এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পরবর্তী পর্যায় মুন্সীগঞ্জ জেলা থেকে ক্যাম্পের দায়িত্ব পালনের জন্য পরিদর্শক পদ মর্যাদার একজন কর্মকর্তাসহ আরো কিছু সংখ্যক পুলিশ সদস্য  থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন সংলগ্ন নদী পথ ও স্থলে দীর্ঘদিন যাবত নৌডাকাতি, চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম সংঘটিত হয়ে আসছিল।

সূত্র আরো জানায়, গত কয়েক মাসে গুয়াগাছিয়া ও আশপাশের নদী পথে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম ও নদী পথের চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ নেয়াসহ নদী এলাকায় আধিপত‌্য বিস্তার নিয়ে একাধিক নৌডাকাত ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আইনশৃঙ্খলার উন্নয়ন ও মানুষের নিরাপদ বসবাস ও ওই এলাকায় নদীপথে চলাচলকারী নৌযান শ্রমিকদের নিরাপত্তার তাগিদে পুলিশ ক্যাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাহিরে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নদী পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে