সমাজে সবচেয়ে বড় অভাব সাহসী সাংবাদিকতার: গোলাম পরওয়ার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৭:৩৪ পিএম
সমাজে সবচেয়ে বড় অভাব সাহসী সাংবাদিকতার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন, “আজকের সমাজে সবচেয়ে বড় অভাব হলো সাহসী সাংবাদিকতার। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা-এই নৈতিক অবস্থান হারিয়ে যাচ্ছে।”

‘বিবেকের দংশনই সবচেয়ে বড় দংশন। আমি যদি ভুল করে সারা পৃথিবীকে বলি, আমি ভুল করিনি-তবু আমার বিবেক জানবে আমি ভুল করেছি। অন্যের কাছে না বললেও, নিজের কাছে কিন্তু সত্য গোপন থাকে না। ক্রাইম রিপোর্টিংয়ের ক্ষেত্রেও সাংবাদিকদের বিবেকবান ও নৈতিক হওয়া জরুরি’-উল্লেখ করেন গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্যের প্রত্যাশা করি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা এসেছে, আর সেই স্বাধীনতা রক্ষায় নিরপেক্ষ সাংবাদিকতা অপরিহার্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার অনুষ্ঠানে বলেন, ক্র্যাব কম কথা বলে, বেশি কাজ করে। বাংলাদেশের সত্য ও সঠিক পথে এগিয়ে যাওয়ার পেছনে তাদের অবদান অনন্য।

আপনার জেলার সংবাদ পড়তে