শুক্রবার, কিশোরগঞ্জ মুক্তমঞ্চে অক্সিজেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্যোগ কিশোরগঞ্জবাসীর পরিবেশ রক্ষার জন্য এক অনন্য পদক্ষেপ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক (অ,দা) জেড,এ সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট এর সভাপতি ফরহাদ আহামেদ।
অনুষ্ঠানে অক্সিজেন ফাউন্ডেশন এর সভাপতি তৌফিক ওমরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এই মহান উদ্যোগের প্রতি তাদের প্রতিশ্রুতি জানিয়েছেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
আয়োজকরা অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সৃষ্টি হবে এক উজ্জ্বল ভবিষ্যৎ।