ঝিনাইদহে ব্রেন ডেভেলপমেন্ট বিষয়ক সভা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:০১ এএম
ঝিনাইদহে ব্রেন ডেভেলপমেন্ট বিষয়ক সভা

“সুস্থ শরীর সুন্দর মন, বাড়বে শিশু গড়বে ভূবণ” এ শ্লোগানে ঝিনাইদহে “চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট” বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউট আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ শরীফা শাহজাদী, জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আলী রেজা,ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ উম্মে রায়হান সিদ্দিকীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তির অপব্যবহার ও অভিভাবদের উদাসীনতা আমাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত করছে। এ ভয়াবহতা মোকাবেলায় নানাবিধ গবেষনা চলছে। তাই সন্তানদের সুস্থ শরীর ও সুন্দর মানসিকতায় বেড়ে উঠতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে