গজারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০২:০৪ পিএম
গজারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে  বিএনপি'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। শনিবার(২৩আগষ্ট)সকাল ১১ঘটিকায় উপজেলার  টেংগারচর ইউনিয়নের ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সা:স ম্পাদক সাইদুর রহ মান ফকির উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক, শিক্ষানুরাগী ইঞ্জি:সাখাওয়াত হোসেন,ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সা:সম্পাদক বাইজিদ শ্রাবণ। 

টেংগারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো:গিয়াসউদ্দিন(মেম্বার) এর সভাপতিত্বে, সদস্য সচিব এম, এ হানিফ ও বিএনপি নেতা, শিক্ষানুরাগী ইঞ্জি:সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক/সদস্য সচিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জানা যায়, টেংগারচর ইউনিয়ন ও আশেপাশের এক হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন,ক্যাম্পপরিচালনা করেন কার্ডিওলজি স্পেশালিষ্ট ডা:মো:শামীম মিয়া, এমবিবিএস(ডি ইউ),ডি-কার্ড (বিএএমএমইউ) সিসিডি(বারডেম)।

আপনার জেলার সংবাদ পড়তে