বিরলে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার সহকারী আটক

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ২৩ আগস্ট, ২০২৫, ০২:২৪ পিএম | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০২:২৪ পিএম
বিরলে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার সহকারী আটক

দিনাজপুরের বিরলে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার সহকারীকে আটক করে থানায় সোপর্দ করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে ২২ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে বিরল উপজেলার মোতাপুকুর নামক স্থানে এম এম ফিলিং স্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। 

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের কাজী ছোরহাবের ছেলে ট্রাক চালক কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ী উপজেলার শাহিনের ছেলে চালকের সহকারী সুমন (২২)। আটককৃতরা ঢাকা মেট্রো ট-১২-৫৫৭৭ নম্বরের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোড়ানো মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ এবং ২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।

পরে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান। শনিবার বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।