কটিয়াদীতে ফার্নিচার দোকানে আগুণ

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:১৬ এএম
কটিয়াদীতে ফার্নিচার দোকানে আগুণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মানিক সূত্রধর এর ফার্নিচারের দোকান সোমবার দিবাগত মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ফার্নিচার ও ফার্নিচার তৈরীর কাঠ, যন্ত্রপাতি ও ঘর পুড়ে গেছে বলে দোকান মালিক দাবী করেন।  জানা যায়, কটিয়াদী বাজারের উপজেলা পরিষদ সড়কের পূর্বপাড়াস্থ মানিক সূত্রধরের দোকানে আগুন দেখতে পেয়ে বাজার পাহাড়াদার তাদের হ্যান্ড মাইকে আগুন আগুন বলে চিৎকার ও নেভানোর জন্য এলাকাবাসীকে ডাকতে থাকেন। এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাদের গাড়িতে থাকা রিজার্ভ পানি দিয়ে নিভানোর চেষ্টা করে এবং পুকুর থেকে পাম্প মেশিনে পানি তুলতে গেলে মেশিন নষ্ট থাকায় পানি তুলতে পারেনি। পরে পার্শ্ববর্তী বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের রক্ষিত কাঠ, তৈরী ফার্নিচার ও যাবতীয় মালামালসহ দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদ সড়কের উন্নয়ন কাজের জন্য দীর্ঘদিন যাবত রাস্তাটি বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের গাড়িসহ লোকজন ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় আগুণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গুরুত্বপূর্ণ রাস্তাটির কিছু অংশে উন্নয়ন মূলক কাজ করে বন্ধ রাখা হয়েছে। ফলে কোন যানবাহন চলাচল করতে পারছেনা।  দোকান মালিক মানিক সূত্রধর জানান, এটি একটি পরিকল্পিত নাশকতা। আমাকে ঘর থেকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম ও মডেল থানার অফিসার ইন চার্জ মো. তরিকুল ইসলাম। 

আপনার জেলার সংবাদ পড়তে