রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ব-১১-০০৭০) ও ঢাকা থেকে আসা সুবর্ণ এগ্রো ট্রাকের (ট-২২-৪৬০৮) সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীদের পাশাপাশি ট্রাকচালক ও হেল্পার গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক করা হয়েছে।