সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা ইউপির কালিকাপুর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কের আর আর স্পিনিং মিলের সন্নিকট থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ২৩ আগস্ট শনিবার ভোরে এক মহিলার লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খরব পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই পিঙ্কর সঙ্গীয় পুলিশ নিয়ে সকাল ৭ টার দিকে লাশটি উদ্ধার করে। মৃত বৃদ্ধার নাম আছমা খাতুন ( ৬৫)বাড়ী সিরাজগঞ্জ জেলার কদমপাল বলে হাইওয়ে থানা পুলিশ জানান। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দির রউফ মুঠোফোনে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে সড়ক দূর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে।