পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যুবদলের দু’নেতাকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টায় তেঁতুলিয়া প্রেসক্লাবে উপজেলা যুব দলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেনের যৌথ সাংবাদিক সম্মেলন ডেকে তাদের বহিস্কারের বিষয়ে সাংবাদিকদের জানান। যুবদল নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেলকে বহিস্কারের বিষয়ে বিস্তারিত অপকর্ম তুলে ধরেন। উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বলেন, আব্দুল জলিলের বিরুদ্ধে গরু চুরি, মাদকদ্রব্য সেবন ও যুবদলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ফেসবুক লাইভ করে হয়রানি ও টাকা পয়সা নেওয়ার অভিযোগ সহ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অপপ্রচার করে আসছিল। এছাড়া তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেলের বিরুদ্ধে দলীয় পরিচয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি, মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমান পেয়েছেন বলে জানান। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তাদের বহিস্কার করা হয়েছে। একই সাথে তাদের কোনো অপকর্মের দা-দায়ীত্ব যুবদল নিবে না বলে জানান।
উপজেলা যুব দলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম বলেন, আব্দুল জলিল দলের নাম ভাঙ্গিয়ে নানাভাবে প্রতারণা করে আসছিল। ইতোমধ্যে কয়েকটি মামলায় আদালত থেকে পুলিশের কাছে ওয়ারেন্ট ছিল। এতদিন যুবদলের নাম ধরে পুলিশের আড়ালে থাকত। আমাদের বহিস্কার আদেশ দেয়ার পরই তেঁতুলিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করেছে। আশাকরি সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস পাবেন না।