ফুলবাড়ীয়ায় চান্দের বাজারে ধসে গেছে সড়ক, দুর্ভোগে মানুষ

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৬:১৮ পিএম
ফুলবাড়ীয়ায় চান্দের বাজারে ধসে গেছে সড়ক, দুর্ভোগে মানুষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া চান্দের বাজার  সড়কের বেহাল দশা এখন আর কেবল সাধারণ ভোগান্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক সীমাহীন দুর্ভোগের চিত্র। যেন  প্রকৃতির  রোষ আর কর্তৃপক্ষের উদাসীনতার এক করুণ পরিণতি। ফুলবাড়ীয়া পৌরসভার চান্দের বাজার থেকে আমতলী ব্রিজ পর্যন্ত সড়কের বেশ কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে চান্দের বাজারের পশ্চিম পাশে প্রায় ১০০ হাত রাস্তা ভেঙ্গে গেছে।

বৃষ্টির তোড়ে ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে  ফুলবাড়িয়া  চান্দের বাজারের হাজারো মানুষ এক দুর্বিষহ যাতায়াত ব্যবস্থার জালে আটকে পড়েছে। ধসে যাওয়া সড়কে এক নিরন্তর ভোগান্তি।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে,  এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন একটি বিপজ্জনক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বিশাল বিশাল গর্ত আর ধসে যাওয়া অংশগুলো দিয়ে চলাচল করা যেন জীবনের ঝুঁকি। তাই প্রায় তিন সপ্তাহ ধরে এলাকাবাসী সড়কে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে যাতায়াত।

ফুলবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ড সহ  অনেকগুলো গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম       প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন  শত শত গাড়ি চলাচল করে। কিন্তু এখন এই সড়কের এমন করুণ অবস্থা হয়েছে যে, সামান্য হাঁটাও বিপজ্জনক।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড আখালিয়া নদী খনন করার সময় নদীর তীর খাড়া করে কাটায়  সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

স্থানীয় এক ব্যক্তি জানান, এই সড়কের বেহাল দশা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এর সমাধানে কেউ এগিয়ে আসছে না। কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,


আপনার জেলার সংবাদ পড়তে