একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্যে রক্ষা পেল যাত্রীরা

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৬:৫৭ পিএম
একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্যে রক্ষা পেল যাত্রীরা

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দু’টি ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৩ মিনিটে পীরগাছা রেলেষ্টেশনে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন অফিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২নং লাইনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি প্রবেশ করতে থাকা কালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশ্যুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। এ সময় দোলনচাঁপা এক্সপ্রেস এবং পদ্মরাগের লোকো মাস্টার বিষয়টি বুঝতে পেরে দুটি ট্রেনেই হুইসল দিয়ে ব্রেক কষেন। পরে পদ্মরাগ ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১নং লাইনে প্রবেশ করানো হয়। ঘটনার সময় পদ্মরাগ ট্রেনের লোকো মাষ্টারের আসনে একজন নারীকে দেখা গেলেও তাঁর পরিচয় পাওয়া যায় নি । এতে মারাত্মক দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, কন্টোল রুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২নং লাইনে প্রবেশের জন্য প্রোপার সিগনাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকো মাষ্টার সিগনাল এভারশ্যুট করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি সাথে সাথেই উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছেন।

এঘটনায় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সুত্র জানা গেলেও কেউ নাম প্রকাশ করতে চাননি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে