পতেঙ্গায় গ্রিল কেটে ব্যাংকারের বাড়িতে চুরি

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম
পতেঙ্গায় গ্রিল কেটে ব্যাংকারের বাড়িতে চুরি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় এক ব্যাংকারের বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৩ আগস্ট) সকালে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে এবং চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলমান আছে।এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ পতেঙ্গার ডেইলপাড়া মাজার গলি এলাকায় ইসলামী ব্যাংক কাটগড় বাজার এজেন্ট ইনচার্জ সালেহ নূরের বাসায় চুরির ঘটনা ঘটে।সি‌সি‌টি‌ভি ফুটেজ দেখে চক্রের দুই সদস্য মো. বাদশা (২৬) ও রমিজ (১৬) নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সদস্যদের অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করেছেন সালেহ নূর।বাদী সালেহ নূর জানান, চোররা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে তার ছেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং স্ত্রীর নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এ ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে, যারা এলাকায় অপকর্মে লিপ্ত এবং ইয়াবা, গাঁজা ও মদ ব্যবহার করে।পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও আটক করার চেষ্টা অব্যাহত আছে।


আপনার জেলার সংবাদ পড়তে