চমেক হাসপাতালে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী বার্তা

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:২৩ পিএম
চমেক হাসপাতালে  ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী বার্তা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের একমাত্র নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান। এখানে প্রতিনিয়ত রোগীর চাপ। রোগী ভর্তি থাকে শয্যার চেয়ে দ্বিগুণেরও বেশি। ফলে ভর্তিকালীন এবং ছাড়পত্র দেওয়ার সময় রোগীদের যথাযথ কাউন্সেলিং করার সুযোগ কম থাকে। রোগীরাও ওষুধ ও রোগ নিয়ে পড়ে যান বিভ্রান্তিতে।তবে এবার চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের উদ্যোগে প্রথমবারের মত ভর্তি রোগী ও ছাড়পত্র পাওয়া রোগীর জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দেওয়া হচ্ছে চর্ম বিষয়ক ১০ রোগের ব্যতিক্রমী পরামর্শ বার্তা। এতে আছে রোগ নিয়ে বিশেষ বর্ণনা ও পরবর্তীতে প্রয়োজনীয় করণীয়। এসব পরামর্শ বার্তা রোগ সংশ্লিষ্ট রোগীদের সরবরাহ করা হবে। সঙ্গে দেওয়া হচ্ছে ওষুধ ব্যবহারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সমেত কাগজ। গতকাল থেকে উদ্যোগটি চালু করা হয়। পরামর্শ বার্তা তৈরিতে সহায়তা করেছে অপসোনিন ফার্মাসিউটিক্যালস।উল্লেখিত দশ চর্ম রোগ হলো- স্ক্যাবিস, ডার্মাটোফাইটোসিস (দাদ), শ্বেতী, সোরিয়াসিস, এপিডার্মোলাইসিস বুলোসা সিসপ্লেক্স (বংশগত ত্বকের রোগ, সামান্য ঘর্ষণ-চাপে ফোস্কা ও ক্ষত তৈরি হয়। এটি শিশুদের মা-বাবার জন্য গুরুত্বপূর্ণ বার্তা), অ্যাটোপিক ডার্মাটাইটিস (একজিমা, ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ), লুপাস ইরাইথেমাটোসাস, কুষ্ঠরোগ, ইকথিওসিস ভালগারিস (বংশগত ত্বকের রোগ), পেমফিগাস ভালগারিস রোগ (শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার তারতম্যের কারণে সুস্থ ত্বকের কোষে ফোস্কা তৈরি হওয়া)।   চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা বলেন, জনবল সংকটসহ নানা রোগী ভর্তিকালীন ও ছাড়পত্র দেওয়ার সময় রোগ সম্পর্কে অনেক সময় অনেক জরুরি বার্তা জানানোর সুযোগ হয় না। জানালেও তাদের মনে থাকে না। তাই চর্ম বিষয়ক ১০টি রোগ বিষয়ে বিশেষ পরামর্শ বার্তা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে প্রতিটি রোগ বিষয়ে সাম্যক ধারণা, পরবর্তী করণীয়, ওষুধ সেবনমাত্রা ও ক্রিম ব্যবহারের নিয়মাবলী, রোগের পাশ্ব প্রতিক্রিয়া, রোগবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তোলা, রোগ থেকে রক্ষার উপায়, চর্ম রোগ বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্যবিধিসহ নানা বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আমরা মনে করি, রোগীরা এসব বার্তা থেকেও রোগ বিষয়ে সতর্কতা, সচেনতা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন।  জানা যায়, চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে বর্তমানে অন্তবিভাগে শয্যা আছে ২০টি। এখানে প্রতিদিন বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা গ্রহণ করেন প্রায় ৫০০ জন। চমেক হাসপাতালে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মানুষ চিকিৎসা নেন। এখানে চর্ম রোগের ছত্রাকজনিত সংক্রমণ (ফাঙ্গাল ইনফেকশন), ঘা-পাঁচড়া, ব্যাকটেরিয়াঘটিত রোগ (জীবাণুজনিত), ব্রণ, অ্যাকজিমা, ভাইরাস, প্যাপিউলো স্কোয়ামাস, কানেক্টিভ টিস্যু (যোজক কলা), ব্যুলাস, শ্বেতী, আর্সেনিক, কুষ্ঠসহ ১৪ ধরনের চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়।

 

আপনার জেলার সংবাদ পড়তে