বরগুনার ০৩ টি সংসদীয় আসন পুর্নবহালের দাবীতে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ এরসামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । আমতলী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার অন্তত সহস্রাধিক মানুষ অংশ নেয়। তাদের দাবী বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন ফেরত দিতে হবে। নইলে উপকুলীয় জেলা বরগুনা উন্নয়ন বঞ্চিত হবে। পেসক্লাবের সভাপতি মো: রেজাউর করিমের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুলমজিদ মল্লিক অ্যাডভোকেট ,আমতলী উপজেলা বি,এ,পির ভারপ্রাপ্ত আহবায়ক মো: জহিরুল ইসলা মমামুন , সদস্য সচিব তুহিনমৃধা , যুুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, এনএসএস, নির্বাহী পরিচালক অ্যাড, শাহাবুদ্দিন পান্না,মকবুল আহম্মেদ খান, পৌর বি, এ, পির আহবায়ক কবির উদ্দিন ফকির , আমতলী বারের সভাপতি ,এ,পি,পিঅ্যাড, মো: জসিমউদ্দিন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমরফারুক ,যুগ্ম সম্পাদক মো: কামরুজ্জামান ,বি,অর ডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন , সাংবাদিক জাকির হোসেন(প্রমুখ) বক্তারা ভৌগলীক অবস্থা বিবেচনায় সাবেক বরগুনা-৩ আসনটি পুর্নবহালের দাবী জানান