মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থাপন করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
খবর নিয়ে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গজারিয়ার উপজেলার অত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে একটি পুলিশ ক্যাম্প চালু করা হয়। এতে প্রত্যন্ত অঞ্চলটিতে পুলিশী কার্যক্রম পরিচালনা করা সহজ হয়েছে। এদিকে পুলিশ ক্যাম্প স্থাপনকে স্বাগত জানিয়ে শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে চারটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আকলিমা বেগম বলেন, ' আমাদের এলাকায় নৌ ডাকাতদের আনাগোনা বেশি। বিভিন্ন কারণে আমরা চাপে থাকতাম। সবসময়ই নিরাপত্তাহীনতার ভুগতাম। পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় আমরা অত্যন্ত খুশি। সেই খুশিতে এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করা হয়েছে'।
স্থানীয় বাসিন্দা মানিক দেওয়ান বলেন, ' আজকে আমাদের আনন্দের দিন। আমরা যে কি পরিমান খুশি হয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। পুলিশ ক্যাম্প স্থাপন করায় এলাকায় যেমন স্বস্তি ফিরে এসেছে তেমন স্থানীয়দের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সেই খুশিতে আজকে আমরা মিষ্টি বিতরণ করলাম'।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রাসেল দেওয়ান, গুয়াগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হালিম দেওয়ান, আহমদ দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান কাইয়ুম দেওয়ান প্রমুখ।