দাকোপে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষনে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ কামরুল হাসান কৃষি উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশিক্ষন দেন। প্রশিক্ষনে কৃষি জমিতে আমন ধানের বিলে সরিষা ও খোসারী চাষ, পলিমালচের সাহায্যে উচ্চ মূল্যের সব্জি চাষ, অ-মৌসুমের তরমুজ চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষন গ্রহন করেন।