আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর -১ আসনের

বিএনপির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলে শ্রমিক নেতা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৭:১১ পিএম
বিএনপির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলে শ্রমিক নেতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ,কে,আজাদ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার হরিনহাটি বালুর মাঠে শ্রমিকদলের কর্মীসভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ। তিনি বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেকে নিবেদিত রাখব। কর্মীসভায় পৌর ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে